শাহরিয়ার মাসুদ
১২ আগষ্ট ২০২২ আরব বিশ্বে প্রথম অনুষ্ঠিতব্য বিশ্ব ফুটবলের ২২তম আসরের সময়সূচি পরিবর্তন করে ফিফা। ৯২ বছরের ঐতিহ্যকে বদলে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার নভেম্বার-ডিসেম্বরে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ। বিশেষ করে কাতার বিশ্ব কাপে এবার নতুন নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পারবে দর্শকেরা।
কাতার বিশ্বকাপ যে সব নতুন প্রযক্তির নিয়ে আসছে….
১.২০২২ বিশ্বকাপের ৮টি স্টেডিয়ামের ৭টিতেই ব্যবহার করা হয়েছে শীতলীকরণের প্রযুক্তি। এটি শুধু খেলোয়াড়দের জন্যই পরিবেশকে শীতল রাখবে এমন নয়, গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকেরাও এই সুবিধা ভোগ করতে পারবে।
২.এ বিশ্বকাপে দেখা যাবে বৈপ্লাবিক আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি। নতুন এই প্রযুক্তিতে স্টেডিয়ামের অভ্যন্তরে ১২টি ট্র্যাকিং ক্যামেরা থাকবে। এই প্রযুক্তি ভিআর অফিশিয়ালকে তাৎক্ষণিকভাবে অফসাইড সর্তকতা দেবে, যা দ্বারা সিদ্ধান্ত দেবেন রেফারি। এটি মূলত রেফারিদের দ্রুত ও সঠিকভাবে অফসাইডের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
৩.বিশ্বকাপের বল ‘আল রিহালা’- এ সংযুক্ত প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট (ভিআর) অফিশিয়ালদের সঠিক সময়ে তথ্য সরবরাহ করবে। এই প্রযুক্তি ফিফার আধা স্বয়ংক্রিয় তথা সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিকে সহায়তা করবে। এ ছাড়া বলের ভেতর বিশেষ সেন্সর বসানে থাকবে,যা অফসাইডের নূন্যতম ব্যবধারকেও স্পটভাবে তুলে দরতে পারবে।
৪.বিশ্বকাপের জন্য বনানো স্টেডিয়াম ৯৭৪টুর্নামেন্ট শেষে আর দেখা যাবে না। এ স্টেডিয়ামের বানানোই হয়েছে সহজেই পুরোপুরি ধ্বংস করার মতো করে, শিপিং কনটেইনার এবং মডিউলার স্টিল কাঠামো দিয়ে। বিশ্বকাপ ইতিহাসে এটিই হতে যাচ্ছে একমাত্র ধ্বংসযোগ্য স্টেডিয়াম।
৫.বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবে দৃষ্টিশক্তিহীনরাও কাতারে সাড়া জাগানো প্রযুক্তি বোনোকল বিশ্বকাপের ডিজিটাল সবকিছুকে ব্রেইলে রুপান্তর করবে। যা দৃষ্টিশক্তিহীনতেরও বিশ্বকাপ উপভোগ করার