প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে ও জানতে এবং প্রকৃতি নিয়ে নানাবিধ কাজ করার প্রত্যয়ে মিরপুর সাইন্স কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নেচার ক্লাব (মিরপুর সাইন্স কলেজ নেচার ক্লাব) ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকৃতি নিয়ে কাজ করার প্রবল আগ্রহ নিয়ে একদল উদ্যমী শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই ক্লাবের আত্মপ্রকাশ ঘটে।
মিরপুর সাইন্স কলেজ অডিটোরিয়ামে ক্লাবের উদ্বোধন করেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন রিপন। তিনি কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্লাবের সদস্য দীপ্ত বিশ্বাস ও তাসফিয়া মেহজাবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেচার ক্লাবের মডারেটর এবং জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ভুইয়া, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক খোকন, নেচার ক্লাবের সভাপতি ইমামুল হক সাদ, ভাইস প্রেসিডেন্ট ফারজানা পিউ, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইয়ামিন হোসেন প্রমুখ।
মিরপুর সাইন্স কলেজ নেচার ক্লাব গঠনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কৃতি হচ্ছে আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রকৃতি তার নানা উপাদান দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। কিন্ত আমরা প্রতি নিয়ত প্রকৃতির প্রতি অবিচার করছি। পরিবেশের ক্ষতিসাধন করে চলেছি। প্রকৃতিকে রক্ষার করার জন্য , প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মধ্যে কোন সচেতনতাবোধ নেই। আমরা প্রতিনিয়ত পরিবেশ ও প্রকৃতিকে ধ্বংস সাধন করে চলেছি। আমাদের অতি মাত্রার অপব্যবহারের মাধ্যমে এই প্রকৃতিকে বসবাসের অনুপযোগী করে ফেলেছি।
যারা এই ক্লাব গঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন আনোয়ার হোসেন রিপন। ক্লাবের উদ্যোক্তাদের স্বাগত জানান তিনি।
তিনি আরো বলেন, জাতি সংঘ থেকে শুরু করে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান, দেশ প্রকৃতিকে রক্ষার জন্য এগিয়ে আসছে। । বড় বড় প্রকল্প নেয়া হচ্ছে প্রকৃতি সুরক্ষার জন্য। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ সবই প্রকৃতির উপাদান। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি উপাদানের সুষম বেড়ে উঠার গুরুত্ব দিতে হবে, উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
আনোয়ার হোসেন রিপন বলেন, অন্যান্য প্রতিষ্ঠানে ন্যায় ঢাকা সিটি করপোরেশনও প্রকৃতি নিয়ে কাজ করছে। সিটি করপোরেশনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কলেজে প্রকৃতি নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। আমাদের কলেজ ক্যাম্পা্সকে সুবজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের ছাদে টবে বিভিন্ন গাছপালা রোপন ও সংরক্ষণের মাধ্যমে আমরা গ্রীণ সিটি, ক্লিন সিটি প্রচারণার অংশ হিসেবে আমাদের কলেজকে অন্তর্ভুক্ত করতে পারি।
মিরপুর সাইন্স কলেজের নেচার ক্লাবের এই অগ্রযাত্রার শুভ কামনা করেন এবং এই ক্লাবের নেয়া বিভিন্ন কর্মসুচির প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং সব ধরনের সহযোহিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন রিপন ।