শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধি : মামলা হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকাসহ জড়িত আনোয়ারুল হক নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নীলফামারী সদর থানা পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আনোয়ারুল হক জেলা শহরের পূর্ব কুখাপাড়া কৈপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে এবং উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ড্রাষ্ট্রি লিমেটেড কোম্পানীর একজন কর্মচারী ছিলেন।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতের কোন এক সময় উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির আলমিরা থেকে ১৫ লাখ টাকা চরি হয় মর্মে মঙ্গলবার রাতে নীলফামারী থানায় অভিযোগ করেন ওই কোম্পানির চেয়ারম্যান কামরুল হামিদ। তাৎক্ষণিক উত্তরা ইপিজেডে গিয়ে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ সংগ্রহের পর চোর শনাক্ত করণের কাজ শুরু হলে ঘটনায় জড়িত আনোয়ারুল হক নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাত ১২ টার দিকে আনোয়ারুলের বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে দুটি প্লাষ্টিকের বৈয়মের ভিতর থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়। সেইসাথে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ১৫ লাখ টাকা চুরির অভিযোগ দেয়া হলেও ঘটনায় জড়িত ব্যক্তি ১২ বার লাখ টাকা চুরি করেছে বলে আমাদের জানিয়েছে। বাকি টাকা সে খরচ করেছে বলেও জানায় সে। মামলা রুজু হওয়ার এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিকে ধরতে আমরা সক্ষম হই। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার এক ঘণ্টায় চুরির টাকা উদ্ধার করল নীলফামারী পুলিশ, কারাগারে যুবক
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন: