২০২৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় কোনো আইনি জটিলতা থাকলো না সৌরভ গাঙ্গুলির। ভারতের সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আরও তিন বছর সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ। বোর্ডের সচিব পদে থাকতে পারবেন জয় শাহও।
চলতি মাসেই শেষ হচ্ছে সৌরভ গাঙ্গুলির বোর্ড সভাপতি পদে তিন বছরের মেয়াদ। ২০১৯ সাল থেকে এই পদে আছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারে সুপ্রিম কোর্ট গঠিত আরএম লোদা কমিটির সুপারিশ অনুযায়ী কোনো ব্যক্তি টানা ৬ বছরের বেশি বোর্ড সভাপতির পদে থাকতে পারবেন না। ফলে ২০২৫ সাল পর্যন্ত সৌরভের পদে থাকার পথে কোনো আইনি জটিলতা থাকলো না।
আগামী অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। এখন প্রশ্ন উঠছে আইনি জটিলতা না থাকলেও এই পদে নির্বাচনে আবারও সৌরভ লড়তে চাইবেন কিনা। এদিকে শেষ হচ্ছে আইসিসি চেয়ারম্যান পদের মেয়াদও। সেখানেও সৌরভকে দেখা যাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা।