নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির বিভিন্ন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম এর সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ এবং কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রামের ৪৮ দিন মেয়াদী গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রোগ্রামের ৩টি কোর্স তথা কম্পিউটার অপারেশন, গ্রাফিকস ডিজাইন, ফ্রিল্যান্সিং এর দরিদ্র ওমেধাবী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ করা হয়।
মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ গোলাম কিবরিয়া অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবুল বাশার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম শাহজাহান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (কোর্স এক্রিডিটেশন), ড.ফাদিয়াসুলতানা, হেড অফ প্রোগ্রাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস, কবির আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার-লাইভলিহুড, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।
আরও উপস্থিত ছিলেন ভিট আইটি সলিউশন এর ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নাসির বিন আরেফিন।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।