মনিকা আক্তার ,রাঙামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন আগর বাগান এলাকায় জেএসএস-সন্তু এর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক একটি সিএনজি অটোরিকশা চাঁদা না দেওয়ায় পুড়িয়ে দেয়।
অদ্য ১১.২০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন আগর বাগান এলাকায় রাঙ্গামাটি শহরস্থ তবলছড়ি হত কাপ্তাই গমনকালীন চাঁদা না দেওয়ার অভিযোগে জেএসএস-সন্তু এর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশা (ড্রাইভার- কামাল হোসেন, পিতা- জামাল হোসেন, সাং- তবলছড়ি, সদর, রাঙ্গামাটি) পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলাস্থ ৭আরই হতে একটি টহল দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গমন করে অদ্যাবধি পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছে। কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গমন করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, জেএসএস-সন্তু এর ০৩ জন সশস্ত্র সন্ত্রাসী সিএনজি অটোরিকশা থামিয়ে ড্রাইভারের বিরুদ্ধে টোকেন না কাটার (চাঁদা না দেওয়ার) অভিযোগ আনে। পরবর্তীতে ড্রাইভার কমাল হোসেন তাদের ১০০০ টাকা দিতে চাইলেও সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশাটি পুড়িয়ে দেয়।
উল্লেখ্য, গত ০২/০৯/২০২২ খ্রিঃ একই অভিযোগে রাঙ্গামাটি সদর উপজেলাধীন আসামবস্তী-বরাদম সড়কের তঞ্চঙ্গ্যাপাড়ায় জেএসএস-সন্তু এর সহকারী কমান্ডার বিপ্লব চাকমা এবং কালেক্টর রিটন চাকমার নেতৃত্বে আনুমানিক ১০ সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা পরিশোধ না করায় ০৬টি সিএনজি অটোরিকশা এবং ০১টি পাথর বোজাই ট্রাক (ড্রাইভারদের মোবাইলসহ) আটক করে। পরবর্তীতে সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে সিএনজি অটোরিকশাগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানায় কাপ্তাই, বড়াদম, আসামবস্তি সড়কটিতে জেএসএস সন্তুর সন্ত্রাসীরা বিভিন্ন সময় অবস্থান করে চাঁদা আদায় করে, চাঁদা না দিলে সন্ত্রাসী কায়দায় গাড়ী পুড়িয়ে দেওয়া, ছিনতাই, অপহরণ করা হয়। তাই জেএসএস সন্তুর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য স্থানীয়রা জানান।