ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাট সংলগ্ন তেতুঁলিয়া নদীর পাড় থেকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টাগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন নাজিরপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকার তেতুঁলিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন: