কলম থেকে কালি ছড়িয়ে তা হাতে লেগে যাওয়ায় ভীষণ বিরক্ত হয়েছিলেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। মুখ ফুটে বলেই ফেলেছিলেন, ‘কলমের কালি এভাবে হাতে লেগে গেলে ভীষণ বিরক্ত লাগে। এটা আমি একদমই সহ্য করতে পারি না’। গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে হিলসবোরাহ প্রাসাদের দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করার সময় ওই ঘটনা ঘটে। এসময় চার্লসের পাশে তার স্ত্রী ক্যামিলাও হাজির ছিলেন।
এবার কার্ডিফে গিয়ে কলম উপহার পেয়েছেন ৭৩ বছর বয়সী চার্লস। গত শুক্রবার দর্শনার্থীদের সাথে মতবিনিময় করার সময় একজন রাজাকে কলম উপহার দেন। যদিও কলম কেন উপহার দেওয়া হচ্ছে তা শুরুতে বুঝতে কষ্ট হয়েছিল চার্লসের। বোঝার পরই হেসে ফেলেন সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে।
রানি এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যান। নিয়ম অনুযায়ী, বড় সন্তান হিসেবে সিংহাসনে বসেছেন চার্লস। তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস হিসেবে। আগামীকাল সোমবার রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে দেশের বিভিন্ন স্থান সফর করছেন চার্লস।