ভারতের বেআইনি দখলীকৃত জম্মু ও কাশ্মীরে’ মাওলানা আবদুল রশিদ দাউদি, মাওলানা মুশতাক আহমেদ ভেরি ও জামায়াতে ইসলামির ৫ জন সদস্যকে খেয়ালখুশি মতো এবং বেআইনিভাবে আটকের নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে এই আটককে জঘন্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আর মাত্র কয়েকদিন বাকি। ক্রমশ অস্থিরতা বাড়ছে ভারতে। তারা মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার কোনো তোয়াক্কা করছে না। ভারত দখলীকৃত কাশ্মীরে নিরপরাধ কাশ্মীরিদের মানবাধিকারের বিরুদ্ধে নগ্ন এবং অব্যাহত কর্মকাণ্ডের নতুন নিম্ন অবস্থানে চলে গেছে ভারতের এই গ্রেপ্তার অভিযান। সন্দেহজনক এবং ভিত্তিহীন অভিযোগে ভারতের হেফাজতে আছেন কাশ্মীরের অনেক সত্যিকার প্রতিনিধি। তার ওপর কাশ্মীরে ভিন্ন ধর্মের এবং সংস্কৃতির পরিচয়ের মানুষের বিরুদ্ধে ভারত আবার টার্গেট করেছে।