রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নং ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড কাজীর চর গ্রামের আখন বাড়ীর আবুল বাশারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন তার পাশ্ববর্তী ফরাজি বাড়ীর সিরাজ মিয়া।
সরেজমিনে গেলে আবুল বাশার জানায়, আমি বহু কষ্ট করে সাড়ে সাত শতাংশ জমি ক্রয় করি আমি একজন কৃষক, আমার পাশে সিরাজ মিয়ার জমি থাকার ফলে তিনি আমার কাছে জমি পাবে বলে দাবী করে, পরবর্তীতে আমরা তাকে কাগজ পত্র নিয়ে বসতে বললে তিনি সমাধান না করে আমার সাড়ে সাত শতাংশ জমি কেনার প্রস্তাব দেয় এতে আমি রাজি না হলে তিনি আমি এবং আমার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মিথ্যা লুটতরাজের মামলা দায়ের করেন যাহার মামলা নং সি আর ৪৩১/২২ লক্ষ্মীপুর। আবুল বাশার আরও বলেন আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি তারা যেনো আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে এবং আমি আর আমার পরিবারের সকল সদস্য এই হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। সিরাজ মিয়ার স্ত্রীর কাছে বিষয়টির ব্যাখা চাইলে তিনি বলেন আমরা বলিনি আবুল বাশারের কাছে জমি পাবো। পরবর্তীতে সিরাজ মিয়ার উপস্থিতিতে ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টির ব্যাপারে অবগত আছি তারা উভয় পক্ষ চাইলে আমি সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেবো।