নেতাকর্মীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়াতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ নির্দেশনা না মানলে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, দলের কেউ হামলায় জড়িয়ে পড়লে দায় সরকারের ওপর পড়বে। কোনও খারাপ কাজ শেখ হাসিনা সহ্য করেন না, তিনি আগেও কাউকে রেহাই দেননি। এসব করলে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কুমিল্লায়, মিরপুরে হামলা হয়েছে ঠিক। কিন্তু বরিশাল ও চট্টগ্রামে বিএনপি নিজেরা নিজেরা মারামারি করেছে। সেটা কিন্তু মিডিয়া ছাপতে চায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না।
কাদের বলেন, জাতীয়তাবাদীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। এটাই আমাদের আজকের শপথ।