সুলতানা’স ড্রিমের প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেয়েছেন তিন নারী চলচ্চিত্র নির্মাতা। এর আগে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সুলতানা’স ড্রিম-এর উদ্যোগে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’প্রজেক্ট। মূলত তরুণ নারীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণের জন্য দেয়া হয় অনুদান। প্রায় শতাধিক আবেদনকারী থেকে ১৬ জন নারীকে নিয়ে দুই ধাপে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষক ছিলেন দেশ ও বিদেশের শীর্ষ চলচ্চিত্র নির্মাতারা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হয় সুলতানা’স ড্রিম থেকে অনুদান পাওয়া তিন তরুণ নারী নির্মাতার নাম। ফাতিহা তাইয়ারা স্পর্শ বানাবেন ‘গ্রো উইথ দ্য ফ্লো’ সিনেমা। মাহমুদা আক্তার মনীষার সিনেমার নাম ‘গালিকথন’। আর ‘আ লেজি নুন অ্যান্ড আ হাউস ওয়াইফ’ নামের সিনেমাটি বানাবেন মনন মুনতাকা।
প্রসঙ্গত, ছয় মাসের প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের চিত্রনাট্য থেকে সেরা চিত্রনাট্য বাছাই করতে গঠন করা হয় একটি স্বতন্ত্র জুরিবোর্ড। সম্প্রতি, জুরিরা তিনটি প্রজেক্টকে নির্মাণ-সহায়তা প্রদানের সিদ্ধান্ত দেন।