দুপুরে দেশে ফিরছেন সাফ ফুটবলে ইতিহাস গড়া নারী দল। ইতোমধ্যেই নেপালের কাঠমান্ডুর বিমানবন্দরে চেকইন করেছেন সাবিনারা।
বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে সাফ জয়ী নারীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা।
আড়ম্বর আয়োজনের অংশ হিসেবে দলের জন্য প্রস্তুত আছে বিআরটিসির একটি ছাদখোলা দ্বিতলবাস। এই বাসে করে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কাকলী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয়স্বরণী-তেজগাও-কাকরাইল-পল্টন-মতিঝিল হয়ে যাবে বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের সংবর্ধনা দেবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।