জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতা এবং ইউএনএইচসিআর কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১২টায় স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় আর্থ-সামাজিক ক্ষেত্রে দুই দেশের সর্ম্পকোন্নয়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাবও দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এর কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। একান্ত আলাপে উঠে আসে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ। নির্বিঘ্নে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে এ সময় ইউএনএইচসিআর কমিশনারকে সহযোগিতা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।