রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে সদর উপজেলা কৃষকলীগের বুধবার ত্রি-বার্ষিক সম্মেলন জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, সাধারন সম্পাদক মুনছুর রহমান নির্বাচিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী।
সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু।
জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সবুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির আহবায়ক আব্দুল লতিফ তারিন, সহ-সভাপতি ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক স¤পাদক ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা কৃষক লীগের সাধারণ স¤পাদক জালাল সরকার, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক মুনছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশেনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে আনোয়ার হোসেন মন্ডল ও সাধারণ স¤পাদক মুনছুর রহমান পদে নির্বাচিত হয়েছে ।
সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীদের কৃষকবান্ধব হতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে ছড়িয়ে দিতে কৃষকলীগসহ সরকারী দলের সকলকে এক যোগে কাজ করতে হবে। দল ক্ষমতায় না থাকলে আপনাদের কোন মূল্যয়ন থাকবে না তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে এখন থেকে কাজ করতে হবে।