অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে আটকা পড়েছে অন্তত ২৩০টি তিমি।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেশটির তাসমানিয়া অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আটকা পড়ে তিমিগুলো। তবে কী কারণে এগুলো আটকা পড়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, আটকে থাকা অর্ধেক তিমিই মারা গেছে।
কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে এ প্রাণীগুলোকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। জীবিত তিমিগুলোকে আবারও সমুদ্রে ফেরত পাঠাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে প্রায়ই আটকা পড়ে তিমি এবং ডলফিন। দু’দিন আগে, কিং আইল্যান্ড অঞ্চলের পাথুরে উপকূলে আটকা পড়ে মারা যায় ১৪টি স্পার্ম তিমি।