৯৫তম অস্কারে মনোনয়ন পেয়েছে ভারতের গুজরাটের ছবি ‘চেলো শো’। আন্তর্জাতিক ফিচার সিনেমা বিভাগের জন্য মনোনীত হয়েছে গুজরাটি সিনেমাটি। ২০২১ সালে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘চেলো শো’। সিনেমাটিকে এ বছরে অস্কারের মঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ফিল্ম ফেডারেশন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মূলত, বয়ঃসন্ধির গল্প ও তার সঙ্গে জাদুর ছোঁয়া নিয়েই গঠিত হয়েছে এই ছবির মূল গল্প। একটি নয় বছরের শিশুকে নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। শিশুটির বাবা ট্রেনের চা বিক্রেতা। তাই রেললাইনের ধারেই শিশুটির জীবন কেটে যায়। তবে সেই পরিবেশেই এগিয়ে চলে তার স্বপ্ন।
‘চেলো শো’-তে অভিনয় করেছেন ভবিন রাবারি, ভবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রভল এবং পরেশ মেহতা। সিনেমাটি পরিচালনা করেছেন প্যান নলিন। নলিন বলেন, কখনও ভাবিনি, এমন একটা দিন আসবে। ‘চেলো শো’ মুক্তির শুরু থেকে ভালোবাসা পেয়ে আসছে। আশা করি আরও ভালো কিছু হবে।
আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চেলো শো। তবে ভারতে ছবিটি কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়েই প্রশ্ন পরিচালক প্যান নলিনের।