করোনাকালীন দারুণ জনপ্রিয়তা পায় ভিডিও কনফারেন্সিং সেবা জুম। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য ই-মেইল সেবা চালু করতে যাচ্ছে। বর্তমানে ই-মেইল সেবায় সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম জি-মেইল। মূলত জি-মেইলকে টক্কর দিতে নতুন সেবা আনতে যাচ্ছে কোম্পানিটি। জানা গেছে, জুম তাদের ই-মেইল ও ক্যালেন্ডার প্ল্যাটফর্মের নাম রাখতে চলছে জেড-মেইল ও জেড-ক্যাল। জানা গেছে, প্রায় দুই বছর ধরে এই পরিষেবার ওপর কাজ করছে জুম।
পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, এই বছরের নভেম্বরে জুমটোপিয়া কনফারেন্স এই দুই পরিষেবাসংক্রান্ত তথ্য অথবা এই দুই প্ল্যাটফর্ম উন্মোচন করতে পারে জুম। মূলত মহামারির মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলেও করোনার সংক্রমণ কমে আসায় জুমের ব্যবহারও কমে আসে। এতে করে কোম্পানিটির ফুলেফেঁপে ওঠা আয়ের গতিতেও ভাটার টান পড়ে। মূলত নতুন সেবার মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় জুম।