বীরত্ব’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটেছে নিশাত নাওয়ার সালওয়ারের। নিজের প্রথম সিনেমা নিয়ে যখন ব্যস্ত থাকার কথা এ চিত্রনায়িকার, তখন এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপাকে পড়েছেন এ নবাগত অভিনেত্রী।
গত ২১ সেপ্টেম্বর আচমকা ফেসবুক স্ট্যাটাসে এ নায়িকা অভিযোগ তোলেন, তাকে ‘প্রাণনাশের হুমকি’ দিচ্ছেন সিলেটের সাবেক এক সংসদ সদস্যের ছেলে।
মুহূর্তেই তোলপাড় শুরু হয় তার সেই স্ট্যাটাস নিয়ে। কিন্তু পোস্টের কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস মুছে দেন সালওয়া। তবে এরই মধ্যে তার সেই পোস্টের স্ক্রিনশট এখন ঘুরছে নেটদুনিয়ায়।
যে কারণে পোস্টের বিষয়টি স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন নায়িকা সালওয়া।
তিনি জানালেন, ক্ষুব্ধ হয়ে ওই স্ট্যাটাস দিয়েছিলেন। তবে ঘটনাটি পারিবারিকভাবে সমাধান করে ফেলায় স্ট্যাটাস মুছে দেন।
রুপালি পর্দায় সদ্য অভিষেক ঘটা এ নায়িকা বলেন, ‘মানুষের কথা শুনে আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি। আমাদের ইস্যুটা এখন ওই এমপির বিরুদ্ধে ইস্যু বানিয়ে ফেলতে চাইছে মানুষ। ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা আমার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি।’
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই অন্য আরেকটি পোস্টে সিনেমাছাড়ার ইঙ্গিত দিয়েছেন এ নায়িকা।
বৃহস্পতিবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি সিলেটের মেয়ে। আপনারা ইতোমধ্যে জানেন আমি চারটি চলচ্চিত্রে কাজ করেছি। একটি মুক্তি পেয়েছে। প্রফেশনালিজমের জায়গা থেকে এগুলোর অবশিষ্ট কাজে আমার অংশগ্রহণ করতে হবে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো চাকচিক্য থেকে আমার কাছে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের মর্যাদা অনেক বেশি একজন সিলেটি রক্ষনশীল পরিবারের মেয়ে হিসেবে। ’
সালওয়া আরও লেখেন, ‘সব কিছুর পরে আমার একান্ত উপলব্ধি আমাদের জীবনে সব কিছুর ঊর্ধ্বে পারিবারিক বন্ধন ও ভালোবাসা। ক্ষণস্থায়ী কোনো কিছুর জন্য নিজের পারিবারিক শান্তি বিনষ্ট করার কোনো মানে হয় না। আমি আমার এ ক্ষুদ্র ক্যারিয়ারে আমার সব শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় আমার পাশে থাকার জন্য। বিশেষ করে সিলেটের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ’