যশোরের মনিরামপুরে ভেন্টিসল নামে শিশুদের একটি সিরাপে তেলাপোকাসদৃশ পোকা পাওয়া গেছে।
জানা গেছে, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হওয়ায় তিন বছর বয়সি আসিফুজ্জামানকে চিকিৎসক ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভেন্টিসল নামের সিরাপ প্রেসক্রাইব করেন। বাজারের একটি ফার্মেসি থেকে সিরাপ কিনে বাড়ি গিয়ে প্যাকেট খুলে ঝাঁকি দিতেই আসিফুজ্জামানের বাবা আসাদুজ্জামানের চোখ কপালে ওঠে।
আসাদুজ্জামান জানান, একটি ফার্মেসি থেকে সিরাপসহ ওষুধ কিনেন। বাড়ি গিয়ে রাতের খাবার খাওয়ার পর ছেলের ওষুধ খাওয়াতে সিরাপের প্যাকেট খুলে ঝাঁকি দিতেই তেলাপোকাসদৃশ পোকা দেখতে পান। বোতলের মুখটি না খুলেই সঙ্গে সঙ্গে ফার্মেসি মালিককে বিষয়টি অবগত করতে ফোন করেন। পর দিন বৃহস্পতিবার অক্ষত (ইনটেক্ট) সিরাপের বোতলটি ফার্মেসিতে নিয়ে আসেন। এ সময় ফার্মেসি মালিক বিষয়টি স্থানীয় ড্রাগ সমিতির নেতাসহ কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের অবগত করেন।
ফার্মেসি মালিক মাহিনুল ইসলাম মাহিন জানান, এ ধরনের ঘটনা দেখে ড্রাগ সমিতির নেতাসহ উপস্থিত অনেকেই হতবাক হন। কোম্পানির স্থানীয় প্রতিনিধিকে অবহিত করা হলে তিনি সিরাপের বোতলটি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যশোর জোনাল অফিসার মো. তরিকুল ইসলাম জানান, এই সিরাপটি সারা দেশে ব্যাপক চলে। প্রতি মাসে কয়েক কোটি সিরাপ উৎপাদন হয়। বোতল বাইরে থেকে আনা হয়। সেখান থেকে এমনটি হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তার পরও সংশ্লিষ্ট ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে পুরো বিষয়টি জানা যাবে বলে তিনি দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর।