মীর দুলাল( সিলেট) হবিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল ও ফেনসিডিল বহনকারী মোটরসাইকেলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার( ২৩ সেপ্টেম্বর২২) ইং বিকালে সিলেট জেলা বিচারিক আদালতে বিয়ানিবাজার থানার পুলিশের মাদক ব্যবসায়ীকে সোপর্দ করেন।
পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ চারখাই বাজারের চেকপোষ্ট থেকে আকমল হোসেন (৩২) নামে একজনকে আটক করে।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে ২৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ফেনসিডিল বহনকারী মোটরসাইকেল আটক করা হয়।
আটক আসামী আকমল হোসেন বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।
এ ঘটনার সতত্যা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৩৬ (দুইশত ছত্রিশ) বোতল ভারতীয় ফেনসিডিল এবং ফেনসিডিল বহনকারী মোটরসাইকেলসহ এক জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।