রহিম আলী জাবেদঃফেনী জেলা প্রতিনিধি
গত ২০ সেপ্টেম্বর দুপুরে দাগনভূঁঞা থানাধীন মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের ফরিদা আক্তার স্বপ্না নামীয় একজন প্রবাসীর স্ত্রী জনতা ব্যাংক, বেকের বাজার শাখা হতে নগদ ২৯,৫০০/-টাকা উত্তোলন করিয়া ফেনীর মহিপাল যাওয়ার উদ্দেশ্যে ফেনীগামী একটি সিএনজিতে উঠেন। সিএনজিতে যাত্রী ও সিএনজি চালক বেশে পূর্ব পরিকল্পিতভাবে অবস্থানরত ১০ বছরের সাজাপ্রাপ্ত পেশাদার ছিনতাইকারী মোঃ আলী হোসেন প্রকাশ আলী(৩১) ও একই দলের ছিনতাইকারী ইমাম হোসেন প্রকাশ ইমাম(২৬), ছিনতাইকারী মোঃ রাকিব হোসেন(১৯) উক্ত প্রবাসীর স্ত্রীকে হিজাব দ্বারা মুখ চোখ পেঁচিয়ে ফেলে এবং তাহার নিকট হইতে ১টি মোবাইল ফোন ও নগদ ৩১,৯০০/-টাকাসহ ভ্যানিটি ব্যাগটি ছিনাইয়া নিয়া ভিকটিমকে জায়লস্কর ইউনিয়নের আলমপুরস্থ আঞ্চলিক মহাসড়কের উপরের ফেলিয়া যায়। এ নিয়ে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দাগনভুঞা থানা পুলিশ। উক্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়,মৌখিক সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফেনীর পুলিশ সুপার মোঃ জাকির হাসানের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান পিপিএম, দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ও বিট এলাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ০২ দিনের মধ্যে ছিনতাইকারীদের সনাক্ত করিয়া ২৩/০৯/২০২২ইং তারিখ রাত ১৯.০০ ঘটিকা হইতে ২০.০০ ঘটিকা পর্যন্ত ছাগলনাইয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা পূর্বক ছিনতাই কাজে লিপ্ত ০৩ জন ছিনতাইকারীকে লুন্ঠিত ৩০,৫০০/-টাকা, ১টি মোবাইল ফোন, ভিকটিমের ভ্যানিটি ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ গ্রেফতার করেন।
ছিনতাইকারীরা প্রত্যেকে ছাগলনাইয়া থানা এলাকার বাসিন্দা। তারা হলেন- ১। মোঃ আলী হোসেন @ আলী(৩১), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-জোহরা বেগম, সাং-বাঁশপাড়া, আলী মন্দার বাড়ী/মিয়াজী বাড়ী, পোষ্ট-ছাগলনাইয়া, ৬নং ওয়ার্ড, পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, ২। ইমাম হোসেন @ ইমাম(২৬), পিতা-মৃত রহিম উল্যাহ, মাতা-ছকিনা বেগম, সাং-বাঁশপাড়া, কাগজী গ্রাম সিডি গলি/বদু মিয়ার বাড়ী, ৬নং ওয়ার্ড, পৌরসভা, বর্তমানে সাং-মটুয়া, সোয়াদারী রাস্তার মাথা, হুমায়ুন মিয়ার ভাড়াটিয়া, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, ৩। মোঃ রাকিব হোসেন(১৯), পিতা-ফিরোজ মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-রাজাকাশিপুর (মোল্লা বাড়ী), বাগমারা ইউপি, থানা-হোমনা, জেলা-কুমিল্লা, বর্তমানে সাং-উত্তর আন্ধারমানিক (কাশেম মিয়ার বাড়ী/মোহাম্মদ মিয়ার বাড়ীতে থাকে), ৮নং ওয়ার্ড, রাধানগর ইউপি, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আনোয়ার হোসেন জানান-ছিনতাই মামলায় ১০ বছরের সাজা ভোগ করে জেল থেকে বের হয়ে আরো ০২ জন পেশাদার ছিনতাইকারীসহ দাগনভূঁঞায় এসে প্রবাসীর স্ত্রীর নিকট হতে মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা ছিনতাই করেছে উক্ত ছিনতাইকরীরা।
উক্ত আসামীদের অদ্য ২৪/০৯/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।