পবিপ্রবি প্রতিনিধি,ফারাহ্ রকিব তৃণ:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের অধীন আইন ও ভূমি প্রশাসন বিভাগের LL.B (Hon’s) ও LL.M এর আউটকাম বেইজড কারিকুলাম চূড়ান্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ Workshop অনুষ্ঠিত হয়।
রবিবার(২৫ সেপ্টেম্বর) ওয়ার্কশপটির আয়োজন করে Institutional Quality Assurance Cell (IQAC), PSTU ।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন IQAC, PSTU এর ডিরেক্টর প্রফেসর ড. শহীদুল ইসলাম।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তাঁর বক্তব্যে বলেন, নৈতিক ও মানবিক গুণাবলির মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবে দক্ষ মানবসম্পদ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। সেইসাথে সফট স্কিল ডেভেলপমেন্ট যেমন-স্মার্টনেস, ডিজিটাল যুগে নিজেদের তথ্যপ্রুযিক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন ড. ওয়ালিউল হাসানাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা আহসান নির্ঝর । এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ সহকারী অধ্যাপক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম উক্ত Workshop-এ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বার এর এডভোকেট জনাব আব্দুল খালেক ও শিক্ষানবিশ আইনজীবী ও অত্র অনুষদের সাবেক ছাত্র মৃনাল কুমার রায়। উক্ত ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়েছে।