ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদ শাখায় সভাপতি করা হয়েছে আশফাক ফেরদৌসকে। সাধারণ সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন সেজাম। তারা দুজনই সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো. আরিফ হোসেনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে রাফিউল শাহ আকন্দ শুভকে।
তাছাড়া বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের ১৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।