গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোরশেদ প্রিন্স (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। ভোরে শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থতাবোধ করলে তাকে দ্রুত তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে।
মৃতুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন প্রিন্স। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সাভাজপুর গ্রামে। তার পিতা গাজীপুর বারের প্রয়াত আইনজীবী মকদুম আলী গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় তার নিজবাড়িতে এক ছেলে অ্যাডভোকেট প্রিন্স ও এক মেয়ে অ্যাভোকেট হাসিনা আক্তার বিথীকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন।
উল্লেখ্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুরের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ এ আইনজীবী নীল প্যানেল থেকে নির্বাচন করে গত তিনবার সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
অ্যাডভোকেট প্রিন্স গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি। তিনি গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
মঞ্জুর মোর্শেদ প্রিন্সের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।