রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনস্থ প্যারিস রোড সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে মাঠের জায়গায় প্লট বরাদ্দ দেয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে তারা প্লট বাতিল ও মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করেছেন।
তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক। তিনি প্লট বরাদ্দ বাতিল করে মাঠটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবি জানান।
দখল আর সংস্কারের অভাবে রাজধানীতে দিন দিন হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। ঢাকার দুই সিটিতে ৪২টি উন্মুক্ত মাঠ থাকলেও তার অধিকাংশে প্রবেশাধিকার সংরক্ষিত।
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন শিশুদের খেলার মাঠটি কতিপয় প্রভাবশালী ব্যক্তির নামে প্লট হিসেবে বরাদ্দ দেয়া হয়। সরকারি এ সিদ্ধান্ত ক্ষুব্ধ এলাকাবাসী।
বরাদ্দ দেয়া প্লট বাতিলের দাবিতে মাঠের সামনে মানববন্ধন করেছে এলাবাসী ও শিশুরা। মাঠে প্লট বরাদ্দ দেয়াকে অবৈধ দাবি করে দ্রুত তা বাতিলের আহ্বান জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
শিশুদের বিকাশে সব মাঠ দখলমুক্ত ও সংস্কার চান নগরবাসী।