কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিদ্বন্দী প্রার্থীদের দোরঝাপ ততোই বারছে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোট প্রার্থনাসহ,ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
সরেজমিন সুত্রে জানা যায়, মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে ডাসার উপজেলার(৩নং ওয়ার্ড)থেকে পুরুষ সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন মোট চারজন প্রার্থী।
দের মধ্যে দ্বিতীয় বারের মত সদস্য পদে নির্বাচন করছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মীর মামুন অর রশিদ(হাতি মার্কা), ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম মহসিন(উট পাখি),কালকিনি উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন(তালা)ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার(টিউবওয়েল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা শুরু করেছেন ভোট প্রার্থনা। ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে।ভোটারে মন আকৃষ্ট করার লক্ষ্যে দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,কাজীবাকাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার গত এক মাস আগে মৃত্যু বরনের কারনে এবার ডাসার উপজেলার(৩নংওয়ার্ডে) মোট ভোটার সংখ্যা-৬৪টি।
আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।