ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানে অস্ত্র বিক্রি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলো যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দাবি, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে হওয়া পুরনো এক চুক্তির আওতায় দেয়া হচ্ছে এফ সিক্সটিন যুদ্ধবিমান।
অ্যান্টনি ব্লিংকেন জানান, সাড়ে চারশ’ মিলিয়ন ডলারের ওই চুক্তি অনুযায়ী চলতি মাসের শুরুতেই নতুন সামরিক প্যাকেজের অনুমোদন দেয় ওয়াশিংটন। যা ব্যবহৃত হবে পাকিস্তানের বর্তমান বহরের রক্ষণাবেক্ষণে।
ব্লিংকেন বলেন, নতুন বিমান ব্যবস্থা বা অস্ত্র নয়। বরং বিদ্যমান ব্যবস্থার সংস্কার করছে পাকিস্তান। এদিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কের সাথে সাক্ষাৎ করেন ব্লিংকেন। একদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সাথে সাক্ষাৎ হয় তার।