ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়াতে আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজের আকার হবে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, কিয়েভে আরও ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা শিগগিরই করা হবে। নতুন এ প্যাকেজে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর মিসাইল ব্যবস্থা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-হিমার্স থাকছে। এছাড়া অন্যান্য যুদ্ধাস্ত্র যেমন কাউন্টার ড্রোন এবং রাডার সিস্টেম, বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও থাকবে নতুন প্যাকেজে।
নতুন এই সহায়তা প্যাকেজটি মার্কিন সরকারের ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) এর অধীনে অর্থায়ন করা হবে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে একাধিক প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটন। নতুন প্যাকেজটির ঘোষণা আসলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ইউক্রেনকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওইদিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হোয়াইট হাউজের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অস্ত্র সহায়তা প্যাকেজের ঘোষণা দেন।
ইউক্রেনে মার্কিন অস্ত্র সহায়তার মধ্যে উল্লেখযোগ্য সমরাস্ত্র হলো হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-হিমার্স, নাইট ভিশন গগলস, ক্লেমোর মাইন, মাইন সরানোর উপকরণ, ১০৫ মি.মি. আর্টিলারি শেল এবং ১৫৫ মি.মি. প্রিসিশন গাইডেড আর্টিলারি শেল। এছাড়া ইউক্রেনীয় সেনাদের সামরিক প্রশিক্ষণও দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।