ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে এটির আয়োজন করে সংগঠনটি।
সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবুল কাশেম তালুকদার ও চারুকলা বিভাগের লেকচারার মো. রায়হান উদ্দিন ফকির। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত।
প্রফেসর ড. অরবিন্দ সাহা বলেন, টাঙ্গাইল জেলায় এমন অনেক ব্যক্তি ছিল যারা দেশের জন্য এক একটা সম্পদ। তারা মেধা, দক্ষতা, গবেষণা দিয়ে জেলাকে এগিয়ে নিয়ে গেছে। আশা রাখি তোমরাও তোমাদের মেধা দিয়ে দেশ ও সমাজকে আলোকিত করবে। জেলার মান অক্ষত রাখাবে এবং মানবতার প্রেমের প্রতি সবসময় নিজেকে নিয়জিত রাখবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণ করা হয়।