নেত্রকোনার মোহনগঞ্জে ২৪ বোতল দেশীয় মদসহ সুমিতা রানী রবিদাস প্রকাশ সুমি (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোহনগঞ্জের পৌরশহরের শিক্ষা সমিতির কার্যালয়ের পশ্চিমে থাকা উড়িয়া পট্টি থেকে দেশি মদসহ তাকে আটক করে পুলিশ। মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মোহনগঞ্জ পৌরশহরের উড়িয়া পট্টির কয়েকটি বাসার মধ্যে দিনরাত সব সময় দেশীয় মদ, ইয়াবা বিক্রির অভিযোগ পাওয়া যায়।
কয়েকজন নারী এসব মাদক ক্রেতাদের সামনে পরিবেশন করে। এলাকার বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত ওখানে মাদক সেবন করেন। এ বিষয়টি সকল মহলই অবগত থাকার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ আসার পর থেকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশকে মাঠে নামার নির্দেশ দিলে গত একমাস ধরে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মোহনগঞ্জ ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই নারীকে মাদকসহ আটক করা হয়।
এসআই কানাই লাল চক্রবর্তী জানান, মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এতে ২৪ বোতল দেশীয় মদ সহ সুমিতাকে আটক করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক সুমিতার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এখন থেকে নিয়মিত সেখানে নজরদারি করা হবে। গোপনে খবর নিয়ে বাকিদেরও গ্রেফতার করা হবে।