জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে পাশের ছমিরন্নেসা বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের টিনের চালা ভেঙ্গে খোরশেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০-১৫ জন আহত। নিতহ খোরশেদ ক্ষেতলাল উপজেলার রাণীপুকুর গ্রামের মৃত- খলিলুর রহমানের ছেলে।
শুক্রবার রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, (১৪ অক্টোবর) শুক্রবার বিকেল ৪টার সময় পাঁচবিবি রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতি দুটি দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় হাজার হাজার উপচেপরা দর্শকের ভিড় হওয়ায় পাশের ছমিরন্নেসা বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে চড়ে খেলা দেখছিলেন খেলা দেখতে আসা বেশকিছু দর্শক, যার মধ্যে নিহত খোরশেদ ও তার সহপাঠীরাও ছিলো । খেলা চলাকালীন সময়ে হটাৎ ওই বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের টিনের চালা ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্য হয় খোরশেদের এবং ওই ঘটনায় আরো অন্তত ১০-১৫ জন গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। যার মধ্যে আরো বেশ কয়েকজনার অবস্থা খুব আশঙ্কা জনক।
এ বিষয়ে নিহতের স্থানীয় ক্ষেতলাল পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, নিহত খোরশেদ আমার ওয়ার্ডের মৃত-খলিলুর রহমানের ছেলে। আজ তারা পাঁচ জন বন্ধু মিলে পাঁচবিবি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে পুরাতন বিল্ডিংয়ের টিনের চালা ভেঙে নিচে পরে ঘটনাস্থলেই খোরশেদ মারা যায় । তিনি আরো বলেন, এ ঘটনায় আমার এলাকার আরো ২ জন ছেলে গুরুতরভাবে আহত তারা জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে অবস্থা খুব একটা ভালো নয়।
শাহিন #