অ্যাডিলেড ওভালে ঘটল আরেকটি অঘটন। ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ডাচরা।
এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিল নেদারল্যান্ডস।
এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বিজয়ী দলই ভারতের সঙ্গে উঠে যাবে সেমিফাইনালে। সাকিব-বাবরদের দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে।
এমন সমীকরণে অ্যাডিলেডের ওভালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সেমিফাইনালের টিকিট নিশ্চিতে ভারতের বিপক্ষে খেলা একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাদ দেয়া হয়েছে ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে।
তরুণ পেসার হাসান মাহমুদকে বিশ্রামে রেখে এবাদত হোসেনকে দলে অর্ন্তভূক্তি করা হয়েছে। অন্যদিকে ইয়াসির আলি রাব্বির বদলে স্পিনার নাসুম আহমেদকে খেলাবে আজ। পেসার শরিফুল ইসলামের বদলে দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।