গ্রাহকের ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আকবর হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আকবরের বিরুদ্ধে জামালপুরের দেওয়ানগঞ্জে ‘যমুনা বহুমুখী সমবায় সমিতি’র নামে গ্রাহকদের ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তিনি বানিয়ানীর চরের সোনাউল্লাহ মিয়ার ছেলে।
সাড়ে ছয় হাজার সদস্যের কাছ থেকে ৪০ কোটি টাকার বেশি আমানতের অর্থ নিয়ে ২০২০ সালের শুরুতেই আত্মগোপনে যান সমিতির পরিচালক আকবর হোসেন। সে সময় একাধিক সদস্য তার নামে ৮টি মামলা করেন। আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকায় অনেকগুলো ওয়ারেন্ট ইস্যু হয় আকবরের বিরুদ্ধে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, আকবর আট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অনেক দিন ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।