দুই দফা দাবিতে চাদঁপুর জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) প্রশিক্ষনার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানটির ১২০ জন প্রশিক্ষনার্থী।
তাদের দাবি— প্রথমত: ২০১০ সাল থেকে আইএমটি থেকে পাশ করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান। দ্বিতীয়ত: মার্চেন্ট শিপে ১২ মাস সী-সার্ভিস সম্পন্ন করার পর COC Class-3 পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান।
মানববন্ধনে এ দুটি দাবি তুলে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রশিক্ষার্থীরা জানান, গত ২০১০ সাল থেকে দেশের ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজির প্রশিক্ষনার্থীদের সিডিসি প্রদান করছে না নৌ পরিবহণ অধিদপ্তর। গত ৯ জুনে NSDA তে সিডিসি প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের আইএমটির শিক্ষার্থীদের অভিযোগ, সেই সভার সিদ্ধান্ত এসব প্রশিক্ষনার্থীদের স্বার্থের বাইরে অবস্থান করে এবং তাদের শিক্ষার অবমূল্যায়ণ করা হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন এসকল ইনস্টিটিউটের প্রশিক্ষনার্থীরা এই অধিদপ্তর থেকে সিডিসি প্রাপ্তির বিষয়ে সঠিক কোন সংবাদ ও সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ তাদের।
প্রশিক্ষার্থীরা সতর্কবার্তা দেন, দ্রুততম সময়ের মধ্যে সিডিসি প্রদান কার্যক্রম শুরু করা না হলে শিক্ষার্থীরা আরো বড় কর্মসূচী হাতে নেবে। এই সমস্যা সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।