যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘নিকোল’। ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার বেগে অঙ্গরাজ্যটির পূর্ব আঘাত হানে হারিকেনটি। ভয়াবহ হারিকেন নিকোলের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির পূর্বউপকূলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানে নিকোলা বলে বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ছিলো ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস। হারিকেনের আঘাতে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা না গেলেও উপকূলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এর আগে হারিকেন মোকাবিলায় উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় ফ্লোরিডা প্রশাসন। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর।
আটলান্টিক সাগরে সৃষ্ট মৌসুমী ঝড় থেকে ক্যাটগরি ওয়ান মাত্রার হারিকেনে রূপান্তরিত হয়ে বুধবার বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে নিকোল। এতে দ্বীপাঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।