কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোষ। এইবারই হয়ত শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের জার্সিতে দেখা যাবে ৩৭ বছর বয়সী রোনালদোকে।
পর্তুগালের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, ডিয়োগো কস্তা, জোসে সা।
রক্ষণ: জোয়াও ক্যানসেলো, ডিওগো ডালোত, পেপে, রুবেন দিয়াজ, দানিলো পেরেরা, অ্যান্টোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেরো।
মধ্যমাঠ: উইলিয়াম, ব্রুনো ফার্নান্দেজ, পালিনহা, ভিটিনহা, ওটাভিহো, ম্যাথিয়াস নুনেস, বের্নার্দো সিলভা, জোয়াও মারিও।
আক্রমণ: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, আন্দ্রে সিলভা, গনসালো রামোস।