তরুণ এক দল স্পেনের। যারা লুইস এনরিকের অধীনে নান্দনিক ফুটবল খেলছে। টিকিটাকার নতুন সৌরভ এনেছেন পেদ্রি, জাভি, পাও তোরেস, মোরাতারা। কাতার বিশ্বকাপে তরুণ ওই স্পেন দলকে ফেবারিট মনে করা হচ্ছে।
বিশ্বকাপের দল ঘোষণার পর বার্সেলোনায় খেলা স্পেনের ১৯ বছর বয়সী পেদ্রি মার্কারে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলার জন্য মোটেও চাপে নেই। বিশ্বকাপ জিততে চান। স্পেন ও আর্জেন্টিনার মধ্যে চান বিশ্বকাপের ফাইনাল। তিনি মনে করেন, আসরের ফেবারিট আর্জেন্টিনা ও ব্রাজিল। এমনকি মেসির একটা বিশ্বকাপ জেতা উচিত বলেও উল্লেখ করেছেন এই তরুণ মিডফিল্ডার।
বিশ্বকাপ নিয়ে পেদ্রির অনুভূতি: খুবই উৎফুল্ল এবং উৎসাহী। চার বছর পর পর বিশ্বকাপ আসে। সকলেই এটা নিয়ে উচ্ছ্বসিত থাকেন। সবকিছুই শুরু করতে মুখিয়ে আছি।
নার্ভাস কিনা: এখন পর্যন্ত না। যখন আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, নার্ভাস লেগেছিল। এখন আমি অনেক শান্ত। আগের মতো চাপ অনুভব হয় না। কারণ আমি জানি, আমার সামর্থ্য কী।
বিশ্বকাপ নিয়ে প্রথম স্মৃতি: যে বিশ্বকাপটা আমরা জিতলাম (২০১০ স্পেন চ্যাম্পিয়ন), সকলে যে ঘটনা মনে রেখেছে। ইনিয়েস্তার সেই গোল। আশা করি, ওমন গোল সামনে আরও হবে। তখন আমার বয়স ৮ বছর এবং আমি পরিবারের সঙ্গে একটা হোটেলে বসে ম্যাচ দেখেছিলাম। আবেগ আমরা লাফালাফি করেছিলাম, কেঁদেছিলাম।
ইনিয়েস্তার সঙ্গে তুলনা করা হয়: নতুন কেউ আসলেই তাকে তুলনা করা হয়। বিশ্ব ফুটবলে এটা সাধারণ ঘটনা। কিন্তু ক্যারিয়ার তো আমাকেই গড়তে হবে। অসাধারণ খেলোয়াড় ইনিয়েস্তা। আমি তার অনেক কিছুই অনুসরণ করি।
কীভাবে এতো শান্ত: আমি শান্ত থাকার জন্য কোন অনুশীলন করি না। মাঠ কিংবা মাঠের বাইরে আমি একই রকম। হয়তো এটা আমার পরিবারের জন্য। ছোট থেকেই তারা আমাকে শান্ত থাকতে শিখিয়েছে।
বিশ্বকাপে তার ওপর আলাদা নজর থাকবে কিনা: একদমই না, ইউরোর আসরে আমরা দেখিয়েছি যে, আমাদের অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে এবং সেটা কোন একক খেলোয়াড়ের ওপর নির্ভর না করেই।
স্পেনের নাম্বার টেন হতে চান কিনা: এটা এমন একটা নাম্বার যেটা আমি সবসময়ই পরতে চাই। কিন্তু দলে এমন কেউ যদি থাকেন যিনি বেশি অভিজ্ঞ এবং জার্সিটি পরতে চান, তাহলে তিনিই পরবেন। এতে কোন সমস্যা নেই।
কোচ এরকিনের কোনটা সবচেয়ে বেশি পছন্দ: তার প্রভাবিত করার ক্ষমতা। তিনি যদি বলেন, পাহাড় থেকে লাফ দিতে হবে এমনভাবে বলবেন যে, আপনার লাফ দেওয়া নিয়ে কোন সন্দেহ থাকবে না। ছোট ছোট বার্তা দেন যেন আমরা বুঝতে পারি। কী করতে হবে, কী ঘটতে যাচ্ছে তার ধারণা দেন এবং সঠিক পথ নির্দেশ করেন।
আলাদিনের চেরাগ পেলে: বেশি বেশি গোল করতে চাইবো।
বিশ্বকাপে স্পেনের গ্রুপ পর্ব নিয়ে: এটা কঠিন এক গ্রুপ। সব দলই যথাযথ প্রস্তুতি নিচ্ছে। সকলেই চাপে আছে। ফ্রান্সকে দেখুন না, বিশ্বকাপ জিতলো, নেশনস লিগ জিতলো, তারপরে কী হলো…
স্পেন বিশ্বকাপ জিততে পারবে কিনা: আসর শুরু হওয়ার আগে বলা কঠিন। আমাদের দল ভালো এবং আমরা সর্বোচ্চ সাফল্যের জন্য লড়াই করবো।
কোন দলকে ফেবারিট মনে করছেন: ব্রাজিল এবং আর্জেন্টিনার হাতে দারুণ দল আছে।
মেসিকে নিয়ে কী বলবেন: আমি মনে করি মেসির একটা বিশ্বকাপ পাওয়া উচিত। আশা করছি, এটা আমরাই (স্পেন) জিতবে। যদি আমরা না জিতি চাইবো আর্জেন্টিনা জিতুক।
বিশ্বকাপ ফাইনালে কার মুখোমুখি হতে চান: আমি বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন দেখি। এটা হতে পারে আর্জেন্টিনার বিপক্ষে কারণ সেখানে মেসি আছেন। আবার ফ্রেঙ্কি ডি জং থাকায় নেদারল্যান্ডসও হতে পারে।
কার জার্সি নিতে চাইবেন: নেইমার, কারণ আমার মনে হয় দারুণ কোয়ালিটির একজন ফুটবলার তিনি। বল নিয়ে তিনি যা খুশি করতে পারেন। আমার তার জার্সি নেওয়ার সুযোগ হয়নি।