২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাচনি প্রচারে মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে পাশে পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট। এমনটিই জানিয়েছেন ট্রাম্পকন্যা। খবর দ্য গার্ডিয়ানে।
ইভাঙ্কা বলেছেন, তিনি পরিবারকে সময় দিতে চান। যদিও এর আগে ট্রাম্পের নির্বাচনি ক্যাম্পেইনের উপদেষ্টা ছিলেন তিনি। আগামী ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়তে চান ট্রাম্প।
