অবৈধ বালুরঘাট দখল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকালে উপজেলার গোবিন্দাসী বালুঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে সরেজমিন গোবিন্দাসী বালুঘাট এলাকা ঘুরে দেখা গেছে, সংঘর্ষের আতঙ্কে কিছু কিছু দোকানপাট বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলন, বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের মধ্যে রেষারেষি লেগেই আছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে গোবিন্দাসী পুরনো ফেরিঘাট এলাকায় বালুঘাট দখল কেন্দ্র করে দুই গ্রুক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিপূর্বে এ বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি মামলা এবং হতাহতের ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোবিন্দাসী ফেরিঘাট এলাকায় পাশাপাশি তিনটি ঘাট থাকায় রাস্তা ব্যবহার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।