শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ব্রাজিল এ বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই অংশ নিচ্ছে। তাই ব্রাজিলকে সমর্থন জানিয়ে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ ব্রাজিলসমর্থক গোষ্ঠী। এদিকে রাতভর বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা আঁকাসহ জাতীয় পতাকা টাঙ্গিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা।
শনিবার সকালে শহরের হাউজিং প্রকল্প এলাকায় জড়ো হতে থাকে ব্রাজিলের সমর্থকরা। পরে ব্রাজিল দলের ঐহিত্যবাহী হলুদ জার্সি গায়ে দিয়ে সেখান থেকে ফুটবল জাদুর দেশ ব্রাজিলকে সমর্থন জানিয়ে শতাধিক মোটরসাইকেলের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বেদগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সবার হাতে বাংলাদেশর জাতীয় পতাকার সাথে ব্রাজিলের জাতীয় পতাকা শোভা পায়।
এ শোভাযাত্রায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন, কাউন্সিলর আল আমিন, থানা ছাত্রলীগের আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, দুর্গাপূর ইউনিয়নের সদস্য মাসুদ রানাসহ তিন শতার্ধিক সমর্থক অংশ নেন।
এদিকে, শনিবার রাতভর শহরের বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা এঁকেছে সমর্থকরা। শহরের মিয়াপাড়া টাঙানো হয়েছে ৩৬০ ফুট পতাকা। বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা জেলা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে শোভা পাচ্ছে। সমর্থকরা যে যেভাবে পারছেন পছন্দের দলের পতাকা টাঙাচ্ছে। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় জার্মানি, পর্তুগাল, সৌদিআরবসহ বিভিন্ন দেশের পতাকা টাঙানো হয়েছে।
ব্রাজিলের সমর্থক পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন বলেন, দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় আমি ব্রাজিলের একজন ভক্ত। আশা করছি এবার ব্রাজিল হেক্সা মিশন শেষ করবে এবং বিশ্বকাপ জয়ের ইতিহাস আরও সমৃদ্ধ করবে।