দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়ে বলে জানা গেছে। এছাড়া রক্তক্ষয়ী ওই বিক্ষোভের জেরে একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
গণমাধ্যমের বলা হয়েছে, সহিংস বিক্ষোভে একজন নিহত হওয়ার পর পেরুর একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দাহুয়াইলাস বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
পেরুর পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে ৫০ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা।
মূলত গত বুধবার দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অভিশংসনের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পেরুর বিমান চলাচল কর্তৃপক্ষ কর্প্যাক বলেছে, গত শনিবার বিকেল থেকে বিমানবন্দরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে বিক্ষোভকারীদের আক্রমণ, ভাঙচুর এবং আগুনের সম্মুখীনও হচ্ছে বিমানবন্দরটি।
সংস্থাটিও বলেছে, বিমানবন্দরের টার্মিনালে ৫০ জন বিমানবন্দর কর্মী ও পুলিশ কর্মকর্তাকে ঘিরে রাখা হয়েছে এবং আরও কিছু লোককে জিম্মি করা হয়েছে।
সূত্র: বিবিসি