বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
কোয়ার্টার ফাইনালের নেদারল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট তলব করেছে। দুই দলের বিরুদ্ধেই তদন্ত করছে ফিফা।
নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের শেষে মেসি ডাচ কোচ ভান গালের সঙ্গে তর্কে জড়ান। পরে ইন্টারভিউ দেওয়ার সময় এক ডাচ ফুটবলারকে উদ্দেশ্য করেও কটূ কথা বলতে শোনা যায় তাকে।
এছাড়াও শুক্রবার আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা দফায় দফায় ঝামেলায় জড়ান। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। আর্জেন্টিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর্জেন্টিনার অধিনায়ক নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ভান গালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। শৃঙ্খলাভঙের অভিযোগে এর তদন্ত শুরু করেছে ফিফা।
এরই প্রেক্ষিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, সংশ্লিষ্ট খেলোয়াড় এবং প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে এই তদন্তের সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, ফিফা ১২ এবং ১৬ অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। এই অনুচ্ছেদগুলোতে খেলোয়াড়, কর্মকর্তাদের আচরণ, ম্যাচে শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ের উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ফিফা জানিয়েছে, একটি ম্যাচে কোনও দল পাঁচটি হলুদ কার্ড পেলে সেই দলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়মিত বিষয়। এরই প্রেক্ষিতেই আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উভয়ের দলের বিরুদ্ধেই তদ্ন্ত শুরু হয়েছে।
অভিযোগ প্রমাণ হলে উভয় দলের ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক (১৬ হাজার ডলার) করে জরিমানা হতে পারে, যা ইতোমধ্যে ফিফার ডিসিপ্লিনারি প্যানেল এই বিশ্বকাপে অসদাচরণের জন্য সৌদি আরবের উপর দুইবার আরোপ করেছিল।
তবে ফিফা রায়ের জন্য কোনও নির্দিষ্ট সময়সূচি দেয়নি, যা সাধারণত এই বিশ্বকাপে দলের পরবর্তী খেলার আগে প্রকাশিত হয় না।