বিশ্বকাপ এখন দাঁড়িয়ে ফাইনালে। শিরোপার লড়াই। শেষ দুটি দল আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। সারা বিশ্ব এখন সেই গালা ইভেন্টের অপেক্ষায়।
আর বিশ্বকাপ জ্বরে আক্রান্ত টালিপাড়াও। কী প্ল্যান টালি তারকাদের? ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে কে রয়েছেন কার পক্ষে? কী বলছেন রাহুল, ইশা, চঞ্চল, তৃণা, সাহেব, সৌরভরা?
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজন্ম আর্জেন্টিনা অনুরাগী। ফের জোর গলায় সে কথাই বললেন অভিনেতা। খেলা দেখার জন্য কোনো কাজ রাখেননি। রোবরার সন্ধ্যায় নীল সাদা জার্সি গায়ে বন্ধুদের সঙ্গেই খেলা দেখার পরিকল্পনা রাহুলের। রাহুলের কথায়, ‘এবার মেসি বিশ্বকাপটা পাক এটাই চাই।’
খেলাধুলার প্রতি আকর্ষণ রয়েছে টালিপাড়ার মিষ্টি নায়িকা ইশা সাহার। তার কথায়, ‘চোখ বন্ধ করে মেসির দলে আমি। তবে একটা শুটিং আছে, সময়ে বেরোতে পারলেই সোজা বাড়ি যাব। ফিরেই সবার সঙ্গে খেলা দেখব।’
জামাইবাবু সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। বাবা সুব্রত ভট্টাচার্য। তাদের বাড়ির ছেলে অভিনেতা সাহেব ভট্টাচার্য। রোববারের অপেক্ষায় রয়েছেন সাহেবও। তার কথায়, ‘‘আমাদের বাড়িতে জামাইবাবু, আমি আর্জেন্টিনা সমর্থক। বাবা-মা আবার ব্রাজিল, দিদি পতুর্গাল। আমার টিম ফাইনালে। কিন্তু কাল একটা নাটক রয়েছে সিঙ্গুরে। গাড়িতেই ফিরতে ফিরতে দেখব।’
অন্যদিকে, টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য-তৃণা সাহা। দুজনেই ফুটবলের ভক্ত। নীল বন্ধুদের সঙ্গে ফাইনাল দেখবেন। তৃণার শো থাকায় রাস্তায় যতটুকু সময় পাবেন, ফোনেই দেখে নেবেন। খানিকটা মন খারাপ নিয়ে জানালেন আর্জেন্টিনা সমর্থক তৃণা।
এই তালিকায় রয়েছে সৌরভ দাসও। সদ্য নিজের ক্যাফে খুলেছেন। তাই রবিবার সন্ধ্যটা বন্ধু-বান্ধবের সঙ্গে সল্টলেকেই থাকছেন মেসির ভক্ত সৌরভ। অভিনেতার কথায়, ‘আমি আর্জেন্টিনার থেকে বেশি মেসির ভক্ত। শেষ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে। এখন শুধুই কাপের অপেক্ষা। এটা হলে আগামী ১০০ বছর ইতিহাসে লেখা থাকবে এই মায়াবী মানুষটির নাম।’
এই মুহূর্তে কলকাতা-বাংলাদেশ করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশ্বকাপ প্রসঙ্গে তিনি জানান, অনেক আগে থেকেই আর্জেন্টিনা সমর্থক তিনি। মেসি খুবই পছন্দের খেলোয়াড়। তবে কাপ পেতে গেলে গোটা দলের ভাল খেলা প্রয়োজন বলেই মনে করেন তিনি।
খেলা দেখার জন্য উচ্ছ্বসিত ঊষসী চক্রবর্তীও। যদিও তিনি ব্রাজিলের ভক্ত, তবে ক্রোয়েশিয়ার কাছে নেমারদের হারের পরই তিনি জানান, মেসির দল জিতলেই খুশি হবেন।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টালিউডে পাল্লা ভারী আর্জেন্টিনার। এক বাক্যে সকলের মুখেই একটাই নাম— ‘মেসি’।