কাতার বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত ফাইনাল আজ। আর্জেন্টিনা-ফ্রান্স কার হাতে উঠছে তৃতীয় বারের মতো শিরোপা। ফ্রান্স বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর ধরে বিশ্বকাপ খরায় ভুগছে।
রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ট্রফি জয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এ ম্যাচে সবার নজর থাকবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দিকে। দুইজনই ক্লাব সতীর্থ। অনেকের মতে লড়াইটা মেসি-এমবাপ্পের। তবে এমনটা মানতে নারাজ স্কালোনি। তার চোখে, দুই দলই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে।-মার্কা
চলমান বিশ্বকাপে সেরা হওয়ার তালিকায় মেসির সঙ্গে সমান তালে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। আর্জেন্টিনার ট্রফি জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন তিনি। তবে স্কালোনি বলছেন কেবল এমবাপ্পে নয়, দলটিতে আরও ভয়ানক ফুটবলার আছেন।
শনিবার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আলবিসিলেস্তে কোচ স্কালোনি বলেন, ‘ফ্রান্স শুধু এমবাপ্পে নির্ভর নয়। তাদের অনেক ফুটবলার আছে যারা ভয়ানক। এমবাপ্পে এখনো তরুণ, ফুটবলার হিসেবে সে আরও উন্নতি করতে পারে।’
স্কালোনি আরও বলেন, ‘আমি আশা করি সবাই আমাদের সমর্থন করতে পারে। আমরা তাদের আনন্দ দেব। আশা করি আমরা ট্রফি জিততে পারব। সমালোচনা আমাকে প্রভাবিত করে না। এটা স্বাভাবিক।’
তিনি বলেন, মিনিটে মিনিটে আমাদের ভিন্নভাবে খেলতে হবে। তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এটার জন্য প্রস্তুত। আমরা জানি কিভাবে প্রতিপক্ষকে আঘাত করতে হয়।