ঢাকা টেস্টের চতুর্থ দিন তথা রোববার প্রথম সেশনে দ্রুত ২-১টি উইকেট নিতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে। এমনটিই মনে করছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাস।
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের পক্ষে জেতা সম্ভব। আমরা যদি রোববার সকালে ২-১ উইকেট নিয়ে নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব।’
প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ছিল ৮৭ রানে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে কিছুটা হলেও লড়াই করতে পারে তারা। এরপর সাকিব-মিরাজদের বোলিংয়ে ম্যাচ মোড় নেয় নাটকীয় দিকে। লিটনের মতে, বাংলাদেশই এখন এগিয়ে আছে ম্যাচে।
‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়তে পারে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই।’
লিটন আরও বলেন, ‘আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। তবে যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট।’
বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরাল করার মূল কারিগরদের একজন মেহেদী হাসান মিরাজ। ভারতের ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ব্রডকাস্টারের সঙ্গে কথোপকথনে বাংলাদেশের এই অলরাউন্ডার বললেন, চতুর্থ সকালে শুরুটা ভালো করকে চান তারা।
‘আমরা শুরু থেকেই ইতিবাচক চিন্তা করছিলাম। আমাদের মনে হচ্ছিল, এখানে ব্যাটিং করা সহজ হবে না। আমাদের ভালো সুযোগ রয়েছে। যদিও তাদের ব্যাটিং লাইনআপ খুব ভালো। তবে আমরা যদি আগামীকাল সকালে দ্রুত ২ উইকেট নিতে পারি, তাহলে (জয়ের) দারুণ সুযোগ আছে।’
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ৩১৪ রান করে ভারত।৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।
১৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শনিবার তৃতীয় দিনের শেষ বিকেলে ৪৫ রান তুলতে ভারত হারায় ৪ উইকেট। আজ শেষ দিনে ভারতকে জয়ের জন্য আরও ১০০ রান করতে হবে। আর বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৬ উইকেট।