পাঞ্জাব সীমান্তে আরো একটি পাকিস্তানি ড্রোনসহ আরো ১কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। পাঞ্জাবের গুরদাসপুর সেক্টর এলাকায় এটি পাওয়া গেছে। খবর এএনআইয়ের।
এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, পাঞ্জাবের সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তে এটি পাওয়া গেছে।
তবে ড্রোনটি ছিল বেশ পুরোনো এবং ভাঙা।
এর আগে বিএসএফ দাবি করেছে যে, ১৫ ডিসেম্বর রাতে পাকিস্তানের একটি ড্রোন থেকে পাঞ্জাবের ভারত সীমান্তে ছিটকে পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি হেরোইনের প্যাকেট। পরে তা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এক বেসামরিক লোককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
টুইটবার্তায় বিএসএফ জানিয়েছে, ১৫ ডিসেম্বর রাতে সীমান্তে মহড়া দেওয়ার সময় ফাজিলকা জেলা থেকে হেরোইনের প্যাকেটটি জব্দ করেছে পাঞ্জাব বিএসএফ ফ্রন্টিয়ার। প্যাকেটটির ওজন প্রায় ২ কেটি ৬০০ গ্রাম।
সীমান্ত দিয়ে ড্রোনের সাহায্যে পাকিস্তান অনেক আগে থেকেই হোরোইন পাচার করছে বলে অভিযোগ রয়েছে।