গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর আরোহী।
বুধবার সন্ধ্যায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম মেহেদী হাসান রাহাত (২০)। তিনি শ্রীপুর পৌরসভার (সাব-রেজিস্ট্রি অফিস) এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত অপর ছাত্রলীগ কর্মীর নাম সাইদুর রহমান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ও যুবলীগ নেতা আশরাফুল আলম জানান, গাজীপুর জেলা শহরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীপুরের নিজ বাড়ি ফিরছিল রাহাত ও সাইদুর। পথে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের সাটিয়াবাড়ি এলাকায় একটি কুকুরের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রাহাত ও সাইদুর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় কাপাসিয়া থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার রাহাতকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজেন্দ্রপুরের স্থানীয় ক্লিনিকে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় রাহাতকে মৃত ঘোষণা করেন।
আহত সাইদুর রহমানের পা ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।