আবার নেমে গেছে রাজশাহীর তাপমাত্রা। প্রচণ্ড শীত আর কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার ভোর ৫টা থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহীতে শীতের তীব্রতা যেমন বেড়েছে, তেমনি ঠাণ্ডার প্রকোপ নতুনমাত্রা পেয়েছে। বুধবার রাজশাহীতে এ মৌসুমের সবচেয়ে শীতলতম দিন হিসেবে স্থান পেয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি শীত মৌসুমে রাজশাহীর তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। কয়েক দিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার ভোরের দিকে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।
বুধবার ভোর থেকে রাজশাহীতে কনকনে ঠাণ্ডা বাতাস বইছে। এতে সর্বত্রই তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় সূর্যের আলো ফুটলেও শীতল বাতাসের কারণে প্রকৃতিতে নেই উত্তাপের ছোঁয়া।
আবহাওয়া অফিসের হিসাবে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান বুধবার সকালে জানান, গত রোববার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর পর তাপমাত্রা ৮ ডিগ্রির ওপরেই ছিল। বুধবার ভোরে রেকর্ড ভেঙে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।