সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। সোমবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
এ সময় তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, সবাইকে কিছুটা হলেও আর্থিক সহায়তা করা হবে। এ জন্য সুদানফেরত সবাইকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানাচ্ছি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, সৌদি আরবের জেদ্দা থেকে ১৩৬ জন সুদান প্রবাসীকে নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। তারা বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে অন্যদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় ১৫০০ বাংলাদেশি বসবাস করতেন। সংঘাত শুরু হলে তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ দূতাবাস তাদের বেশ কয়েকজনকে বাসে খার্তুম থেকে ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নিয়ে আসে।
রোববার পোর্ট সুদান থেকে সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে ১৩৬ জনকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। সুদান থেকে জেদ্দায় ফেরা বাংলাদেশিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।